আইপিএলে ডটবলবিহীন মরিসের 'রেকর্ড'
কদিন আগে টাইটানসের হয়ে মোমেন্টাম ওয়ান ডে কাপের ফাইনালে করেছিলেন ১২ বলে ৪৭ রান, স্ট্রাইক রেট ছিল ৩৯১.৬৬। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস ছিল এটি(কমপক্ষে ২৫ রানের ইনিংসগুলোর মধ্যে)। এবার আইপিএলে ক্রিস মরিস গড়লেন রেকর্ড।
দিল্লী ডেয়ারডিলসের হয়ে ৯ বলে ৩৮ রান করেছেন মরিস। স্ট্রাইক রেট ৪২২.২২! মরিসের এ স্ট্রাইক রেটই আইপিএলের ইতিহাসের সবচেয়ে দ্রুততম ইনিংস (কমপক্ষে ৫ বলের ইনিংসগুলোর মধ্যে)। সাঞ্জু স্যামসনের সেঞ্চুরির পর মরিসের ইনিংসে ভর করে দিল্লী তুলেছে ২০৫ রান।
নিজের ইনিংসে মরিস কোনো ডট বল দেননি, নেননি সিংগেলও! দুইটা ডাবল, চারটা চার আর তিন ছয়েই করেছেন এই রান। বেন স্টোকসকে আরেকবার ‘ভারত-হতাশা’ উপহার দিয়ে তাঁর শেষ ওভারে নিয়েছেন ২৩ রান! অথচ আগের তিন ওভারে ইংলিশ অলরাউন্ডার দিয়েছিলেন মাত্র ১৮ রান!