মালিক-হাফিজে পাকিস্তানের সিরিজ জয়

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ২৩৩/৯ ( হোপ ৭১, আমির ২/৪১)
পাকিস্তান ৪৩.১ ওভারে ২৩৬/৪ (মালিক ১০১*, হাফিজ ৮১, গ্যাব্রিয়েল ২/৬০)
ফলাফল- পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যান অফ দা ম্যাচ- শোয়েব মালিক
জয়ের জন্য প্রয়োজন চার রান, সেঞ্চুরি পেতে করতে হবে পাঁচ। শোয়েব মালিক ডাউন দা উইকেটে এসে ছয় মেরে দুটোই পূরণ করলেন। তাঁর দুর্দান্ত এক ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪১ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে সরফরাজ আহমেদের দল।
অথচ ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। ৩৬ রানের ভেতর আরও দুই উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল তাঁরা। সেই সময় দলের হাল ধরেছেন মোহাম্মদ হাফিজ ও মালিক। তাঁদের ১১৩ রানের জুটি দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়। ৮১ রানের ঝড়ো এক ইনিংস খেলে হাফিজ সাজঘরে ফিরলেও মালিক ছিলে অবিচল। সরফরাজ আহমেদকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন অনায়াসেই। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও পেয়েছেন, সিরিজসেরাও হয়েছেন।
দিনের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্যারিবিয়রা। মিডল অর্ডারে শাই হোপ ও জেসন মোহাম্মেদের ১০১ রানের জুটি বড় স্কোরের আশা জাগিয়েছিল। তবে এই জুটি ভাঙার পর আবারো ব্যাটিং বিপর্যয়ে পরে জেসন হোল্ডারের দল। শেষ পর্যন্ত ২৩৩ রানেই থামে তাঁদের ইনিংস।