• আইপিএল
  • " />

     

    সাকিব ও মুস্তাফিজের কেউই নেই!

    সাকিব ও মুস্তাফিজের কেউই নেই!    

    সাকিব আল হাসান গিয়েছিলেন আগেই। মুস্তাফিজুর রহমান পরে। আইপিএলে নিজ নিজ দলের হয়ে গুরুত্বপূর্ণ সদস্যই ভাবা হচ্ছিল দুজনকে। মুস্তাফিজ হায়দরাবাদের হয়ে একটি ম্যাচ খেলেছেন, আর কলকাতার হয়ে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে এবারের আসরে প্রথমবার নামার অপেক্ষায় ছিলেন সাকিব। তবে দুজনের কেউই নেই আজকের ম্যাচে, যেখানে মুখোমুখি দুজনের দল- হায়দরাবাদ ও কলকাতা।

     

    আগের ম্যাচে ২.৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন মুস্তাফিজ, বাদ পরতে হয়েছে তাই। তাঁর জায়গায় দলে এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মইস হেনরিকস। অন্যদিকে কলিন ডি গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, সুনীল নারাইন আর ট্রেন্ট বোল্টকে নিয়েই বিদেশী খেলোয়াড়ের কোঠা পূর্ণ করেছে কলকাতা। কলকাতার হয়ে আইপিএলে নামার অপেক্ষাটাও তাই বাড়ছে সাকিবের।