আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে ইউনুস খান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষেই বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন। আর তাতে আরেকটি মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে ইউনুস খান। প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রান করার কীর্তি গড়েই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যেতে চান পাকিস্তানের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক।
এ পর্যন্ত ১২ জন ব্যাটসম্যান টেস্টে ১০ হাজার রান করার বিরল রেকর্ড গড়তে পেরেছেন। তবে এঁদের কেউই পাকিস্তানি নন। দেশটির হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে ইউনুস খানের প্রয়োজন আর ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে তিনি সেটা পাচ্ছেন- এমনটা নিশ্চিতভাবেই বলা যায়।
পাকিস্তানের হয়ে ইতিপূর্বে পাঁচ অংকের টেস্ট রানের কাছাকাছিও কেউ যেতে পারেন নি। জাভেদ মিয়াঁদাদের ৮৮৩২ রানই ৩০ বছর ধরে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সংগ্রহ ছিল। ২০১৫ সালে আবু ধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে সেটা ভেঙ্গে দেন ইউনুস খান। ৩৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান বলছেন ১০ হাজার রান করেই বিদায় নেয়ার চিন্তাটা তাঁর তখন থেকেই, “জাভেদ ভাইয়ের রেকর্ডটা অতিক্রম করে অবসর নেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু তারপর ভাবলাম ১০ হাজার রানটাও করে যাওয়া যাক। আর তারপর পরিকল্পনাটা সেভাবেই করলাম।”
১৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ইতি টানতে যাওয়া ইউনুস খান বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ১১টি দেশে টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে, এছাড়া বাকি ৯টি টেস্টখেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া একমাত্র পাকিস্তানিও তিনি।