• আইপিএল
  • " />

     

    বেঙ্গালুরুর পারফরম্যান্সে হতাশ কোহলি

    বেঙ্গালুরুর পারফরম্যান্সে হতাশ কোহলি    

    পুনের বিপক্ষে লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু বেন স্টোকসের বোলিং তোপে ২৭ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোহলিদের। ছন্নছাড়া বেঙ্গালুরু দলের অধিনায়ক বলেছেন, এভাবে খেললে জয়ের আশা করাটা অমূলক।

    ৫ ম্যাচে ৪ পরাজয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে রয়্যাল চ্যালেঞ্জাকর্স বেঙ্গালুরু। কোহলি ও ডি ভিলিয়ার্স ছাড়া কেউই দাঁড়াতে পারেননি কাল। কোহলি মনে করছেন, এভাবে খুব বেশিদূর যেতে পারবে না তাঁর দল, “এরকম খেললে আমরা জয় আশা করতে পারি না। আগের ম্যাচে তাও কিছুটা লড়াই করেছিলাম। আজ তো চোখের সামনে দিয়ে জয়টা প্রতিপক্ষের হাতে চলে গেছে! ব্যাপারটা খুবই হতাশার।”

     

    গতবার শেষের দিকে টানা চার ম্যাচ জিতেই নকআউট পর্বে উঠেছিল বেঙ্গালুরু। প্রতিবার এমনটা হবে না বলেই দলকে সতর্ক করছেন কোহলি, “গত আইপিএলে খাঁদের কিনারা থেকে উঠে এসেছিলাম আমরা। তারা চার ম্যাচ জিতেছিলাম। কিন্তু এরকমটা তো প্রতিবার হবে না! পেশাদার দল হিসেবে এভাবে খেললে সেটা মেনে নেওয়া যায় না। ফ্র্যাঞ্চাইজি ও দর্শকের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আশা করি সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবো। জয়টা খুব প্রয়োজন দলের মনোবল চাঙ্গা করার জন্য।”