আজও নেই সাকিব
না ঘরের মাঠ, না পরের। কলকাতার হয়ে আইপিএলে সাকিবের এবার খেলা হয়নি কোনোখানেই। সে অপেক্ষাটা আরও বাড়ছে বাংলাদেশ অলরাউন্ডারের। দিল্লীর সঙ্গে আজকের ম্যাচেও তাঁকে দলে নেয়নি কলকাতা।
চার বিদেশীর একজন ট্রেন্ট বোল্ট বাদ পড়েছেন, তাঁর জায়গায় দলে এসেছেন আরেক পেসার ন্যাথান কোল্টার-নাইল। কলকাতার অন্য তিন বিদেশী হলেন সুনীল নারাইন, ক্রিস ওকস ও কলিন ডি গ্র্যান্ডহোম।
চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলকাতা।