• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    অবশেষে ডাক পেলেন বেসবলে 'ব্যর্থ' পাওয়েল

    অবশেষে ডাক পেলেন বেসবলে 'ব্যর্থ' পাওয়েল    

    মাঝে কিছুদিন চেষ্টা করেছিলেন বেসবলে নিজের জায়গা করে নেয়ার। সেটা হয়নি। তবে কিয়েরান পাওয়েল ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে। ২০১৪ সালে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। পাকিস্তানের সঙ্গে তিন টেস্ট সিরিজে পাওয়েলের সঙ্গে জায়গা হয়েছে দুই নতুন মুখ ভিশল সিং ও শিমরন হেটমেয়ারের। বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, কার্লোস ব্রাথওয়েটরা।

     

    বেসবলের ব্যর্থ চেষ্টার পর গত মৌসুমেই ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন পাওয়েল। রিজিওনাল ফিফটি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার পর ডাক পেয়েছিলেন ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে দলে। খেলেছেন পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজেও। পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে দুই ইনিংসেই করেছেন ফিফটি (৫৮ ও ৮৪)।

     

    এই প্রস্তুতি ম্যাচে ভাল করারই পুরষ্কার পেয়েছেন ভিশল ও হেটমায়েরও। গায়ানার মিডল অর্ডার ব্যাটসম্যান ভিশল এই ড্র হওয়া ম্যাচে করেছেন সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হেটমেয়ার করেছেন ৯৭। ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে এবারের মৌসুমটা ভিশলের তেমন ভাল না গেলেও আগের মৌসুমে করেছিলেন ৫০.৮৫ গড়ে ৭১২ রান। আর হেটমেয়ার এবারের মৌসুমে ৩৮.১৫ গড়ে করেছেন ৪৯৬ রান।

     

    ড্যারেন ব্রাভো পাকিস্তানের সঙ্গে আরব আমিরাতে হওয়া সিরিজে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে টুইটারে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে ‘কটুক্তি’ করে চুক্তি হারিয়েছিলেন, এবার বাদই পড়লেন। আর ব্রাথওয়েটকে টেস্টের জন্য ভাবা হচ্ছিল বলেই ওয়ানডে দলে নেয়া হয়নি, তবে আইপিএল খেলতে ব্যস্ত এই অলরাউন্ডারের জায়গা হলো না সাদা পোশাকেও!