টি-টোয়েন্টির এভারেস্টে গেইল
তিনি টি-টোয়েন্টির ফেরিওয়ালা। টি-টোয়েন্টি লিগগুলোর হটকেক, সবচেয়ে পরিচিত নামও! ক্যারিয়ারে এ পর্যন্ত ২০টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ক্রিস গেইল। বাংলাদেশেই খেলেছেন চারটি দলের হয়ে! মোট ম্যাচ ২৮৯টা। সেই টি-টোয়েন্টিরই এক অনন্য রেকর্ডের মালিক হয়ে গেলেন এই জ্যামাইকান। প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের এই ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ হলো তাঁর।
এই দশ হাজার রানের ৪৪ শতাংশই এসেছে ছয়ে, চার মেরে করেছেন ৩০.৫৬ শতাংশ রান!
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশী ১৮টি সেঞ্চুরিও গেইলের। সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংসটিও এ ফরম্যাটে সর্বোচ্চ। রান ও সেঞ্চুরি সংখ্যায় গেইলের পেছনে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে গেইলের সঙ্গে তাঁর পার্থক্যটা বিস্তর। ম্যাককালামের রান ৭৫২৪, সেঞ্চুরি ‘মাত্র’ সাতটি!
সবচেয়ে বেশী ফিফটিও এই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের। ক্যারিয়ারে ৬০টি ফিফটি তাঁর, পঞ্চাশ পেরুনো ইনিংসেও এগিয়ে তিনিই। এমন ইনিংসের সংখ্যা ৭৮টি।