'আরও বেশি সম্মান প্রাপ্য ধোনির'
সময়টা একদমই ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। আইপিএলে অধিনায়কত্ব হারিয়েছিলেন আগেই। স্টিভ স্মিথকে পুনের অধিনায়ক করায় সমালোচনাও কম হয়নি। কিন্তু ব্যাট হাতেও নিজেকে হারিয়ে খুঁজছেন ধোনি, পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬১ রান। এবার ধোনির সাবেক সতীর্থ সুরেশ রায়না মনে করছেন, আরও বেশি সম্মান ধোনির প্রাপ্য।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে আইপিএলেও ধোনিকে অন্য কারও অধীনে খেলতে হবে, সেটি একটু কষ্টকল্পনাই ছিল। ধোনির সঙ্গে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন রায়না। সরাসরি কিছু না বললেও নিজের ক্ষোভটা খুব গোপন করেননি, 'আমি বেশ হতাশ। দেশ ও আইপিএলের দলের হয়েও যা করেছে, তাতে আরও বেশি সম্মান তাঁর প্রাপ্য। এটা শুধু আমার কথা নয়, পুরো বিশ্বের কথা।'
কিন্তু অধিনায়কত্ব হারিয়ে ফেলা কি ধোনির ব্যাটিংয়ের ওপর ছাপ ফেলছে? রায়না সেরকম মনে করেন না, 'আমার মনে হয় না। সে এখন রানে নেই, তবে মাত্র তো টুর্নামেন্ট শুরু। আর কয়েক ম্যাচ পরেই সে রানে ফিরবে বলে আমার বিশ্বাস। আমার তো মনে হয় তাঁর আরও ওপরে ব্যাট করা উচিত। সে একজন বিশ্বমানের ফিনিশার।'