• আইপিএল
  • " />

     

    অবশেষে মাঠে নামছেন সাকিব

    অবশেষে মাঠে নামছেন সাকিব    

    শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে পরের তিন ম্যাচে অবশ্য একাদশে সুযোগ পাননি সাকিব আল হাসান। অবশেষে সেই গেরো কাটল, আজ গুজরাট লায়নসের সঙ্গে প্রথমবারের মতো মাঠে নামছেন সাকিব।

    নিউজিল্যান্ড অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডোমের জায়গা নিয়েছেন সাকিব। টসে জিতে গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। কেকেআরের এবারের আইপিএল এখন পর্যন্ত ভালোই কাটছে, পাঁচ ম্যাচের চারটিতে জিতে তারা আছে পয়েন্ট তালিকায় দুইয়ে আছে। আজ জিতলে মুম্বাইকে পেছনে ফেলে উঠে যাবে শীর্ষে।