আমিরদের দিনে চেজ-ডওরিচের প্রতিরোধ

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ৮১ ওভারে ২৪৪/৭( চেজ ৬৩, ডওরিচ ৫৬ , আমির ৩/২৮)
মাত্র ২৬ ওভারের মাঝেই নেই ৫ উইকেট। ড্রেসিংরুমে ক্যারিবিয় অধিনায়কের কপালে চিন্তার ভাজটা ক্রমেই বাড়ছিল। তবে রস্টন চেজ ও শেন ডওরিচের ১১৮ রানের দারুন এক জুটি দলকে পথ দেখিয়েছে। মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে অবশ্য পাকিস্তানের বিপক্ষে কিংসটনে প্রথম দিনশেষে ৭ উইকেটে ২৪৪ রান তুলে খুব একটা স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ।
দিনের শুরুটা একেবারেই ভাল হয়নি হোল্ডারদের। টসে হেরে ব্যাট করতে নামলে দ্বিতীয় ওভারেই ব্রাফেটকে ফেরান মোহাম্মদ আব্বাস। এরপরেই আমিরের বোলিং তোপে ৭১ রানের মাঝেই প্রথম পাঁচজন ব্যাটসম্যানকে হারায় ক্যারিবিয়রা। অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দল।
সেটা হতে দেননি চেজ- ডওরিচ জুটি। মিসবাহদের হতাশ করে রানের চাকা সচল করেন। প্রায় ৪৪ ওভার ক্রিজে থেকে দলকে ২০০ রানের কাছাকাছি পৌঁছে দেন দুজন। ঠিক তখনই জোড়া আঘাত হানেন ইয়াসির শাহ। পরপর দুই বলে ফিরিয়ে দেন চেজ ও ডওরিচকে।
সেখান থেকে ৫৫ রানের জুটি গড়ে আবারো দলকে টেনে তোলেন অধিনায়ক হোল্ডার ও বিশু। বৃষ্টির জন্য ৯ ওভার আগে খেলা শেষ হওয়া পর্যন্ত টিকে ছিলে দুজনই।