• " />

     

    সৌদি আরবের কাছে ৩৯০ রানের হার চীনের

    সৌদি আরবের কাছে ৩৯০ রানের হার চীনের    

    জিততে হলে ৪১৮ রানের বিশাল এক পাহাড়ই ভাঙতে হত চীনকে। চীনা ব্যাটসম্যানরা বোধহয় অনর্থক কষ্টটা করতে চান নি। ১২.৪ ওভার খেলে তাই তাঁরা অলআউট হয়ে গেলেন মাত্র ২৮ রানে। অবশ্য ঠিক অলআউট নয়, এগারতম ব্যাটসম্যান ব্যাট হাতেই নামেন নি। সৌদি আরবের কাছে ম্যাচটা ৩৯০ রানে হেরে গেছে চীন। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের এশিয়া পর্বের প্রথম বিভাগের এক ম্যাচে এমন ঘটনা ঘটেছে আজ।

     

    টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪১৮ রান করে সৌদি আরব। দলের পক্ষে মোহাম্মদ আফজাল সর্বোচ্চ ১২০ রান করেন। ১০০ বল খেলে তিনি এই রান করেন ১৪টি চার আর ৪টি ছয়ের মারে। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করে শোয়েব আলী ৭৬ রানই নেন চার-ছয় মেরে। তবে এমন রানবন্যার ইনিংসেও সৌদি আরবকে অল-আউট করার কৃতিত্বটা মূলত চীনের ডানহাতি পেসার ফেং ইউর। ৮৯ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৫ উইকেট।

     

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে মন্দ করেন নি চীনের দুই ওপেনার লু কাংকাং ও ঝুয়াং ঝেলিন। প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে তাঁরা তুলে ফেলেন ২০ রান, এর ১১টাই অবশ্য অতিরিক্ত হিসেবে আসা। ৫ম ওভারের তৃতীয় বলে ঝেলিন ৬ রান করে বোল্ড হয়ে গেলে শুরু হয় বিপর্যয়। আর ৮ রান যোগ করতেই বাকি ব্যাটসম্যানরা সবাই আউট হয়ে যান। ঝেলিন আর কাংকাংয়ের (৩) পর রানের দেখা পেয়েছিলেন কেবল ঝাং পেং। শেষ পর্যন্ত ৬ রানে অপরাজিত থেকে যান তিনি। বাকি ৭ ব্যাটসম্যানই ফেরেন ০ রানে, এগারোতম ব্যাটসম্যান জিয়াং শুয়ায়ো ব্যাটই করতে নামেন নি। ইনিংসের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাতে, ১৩। সৌদি আরবের পক্ষে ইবরানুল হক, ইমরান আরিফ ও শাহবাজ রশিদ ৩টি করে উইকেট নেন।