• আইপিএল
  • " />

     

    যেখানে গেইল, ডি ভিলিয়ার্সদের চেয়েও এগিয়ে আমলা

    যেখানে গেইল, ডি ভিলিয়ার্সদের চেয়েও এগিয়ে আমলা    

    তিনদিন আগে করেছিলেন সেঞ্চুরি। হাশিম আমলা আইপিএলে আজ গুজরাটের সঙ্গে করলেন ৪০ বলে ৬৫ রান। ডেভিড ওয়ার্নারকে কাটিয়ে আইপিএলের এ মৌসুমের সর্বোচ্চ রান এখন আফ্রিকান ব্যাটসম্যানেরই, ২৯৯। ওয়ার্নারের রান ২৮২।

     

    ২৫০ বা এর বেশী রান করেছেন, এমন ব্যাটসম্যান আছেন চারজন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশী গড় আমলারই, ৫৯.৮০। সবচেয়ে বেশী চারও মেরেছেন তিনি, ৩১টি। আমলার ছয় ১২টি, ১৬টি নিয়ে সবার ওপরে ব্রেন্ডন ম্যাককালাম।

     

     

    কমপক্ষে ২৫০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশী স্ট্রাইক রেটের তালিকায় আমলা আছেন দুইয়ে। তাঁর স্ট্রাইক রেট ১৪৫.৮৫। এখানেও অবশ্য এগিয়ে ম্যাককালাম। তবে আমলা এগিয়ে আছেন ডেভিড ওয়ার্নার (১২৯.৩৫), নিতিশ রানা (১৩৯.৮৯), মনীষ পান্ডের (১৪৫.৮৩) চেয়ে। আমলার টি-টোয়েন্টি ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়েও আইপিএলে এবার অনেকটা এগিয়ে (১২৭)। 

     

    স্ট্রাইক রেটে আমলা এগিয়ে আছেন ক্রিস গেইল(১৪৫.৭৪), এবি ডি ভিলিয়ার্স (১৪১.২৩), ইউসুফ পাঠান (১৪০.৫৭) ও কাইরন পোলার্ডের (১৩১.৯৪) চেয়েও।