• আইপিএল
  • " />

     

    আবার বাদ সাকিব

    আবার বাদ সাকিব    

    কালকেই শুনেছেন টি-টোয়েন্টিতে নিজের অধিনায়কত্বের খবর। তবে আইপিএলে সময়টা ভাল কাটছে না সাকিব আল হাসানের। এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন আবার।

     

    মুস্তাফিজ এক ম্যাচ খেলেই দেশে ফিরছেন। আইপিএলে সাকিবকেও কি করতে হবে তেমনই? নিজ দল গুজরাটের সঙ্গে আগের ম্যাচে কলকাতার হয়ে ব্যাটিংয়ে অপরাজিত এক রান করেছিলেন, বোলিংয়ে তিন ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

     

    ঘরের মাঠেই আজ ব্যাংগালোরের সঙ্গে মাঠে নেমেছে কলকাতা। সাকিবের জায়গায় কলকাতার দলে এসেছেন কিউই পেসার কলিন ডি গ্র্যান্ডহোম।

     

    বাংলাদেশ দল ২৬ তারিখে রওনা হবে যুক্তরাজ্যে, সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের জন্য। সাকিবের সেখানে দলের সাথে যোগ দেয়ার কথা পরে। কলকাতার হয়ে আরও চারটি ম্যাচে খেলার ‘সুযোগ’ থাকবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের।