দশ হাজারের অভিজাত ক্লাবে ইউনুস

প্রয়োজন ছিল ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টে স্যাবাইনা পার্কেই তা পেয়ে গেলেন ইউনুস খান। টেস্ট ইতিহাসের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ঢুকলেন ক্রিকেটের ‘অভিজাত ক্লাব’-এ। টেস্ট ক্রিকেটে দশ হাজার রান হয়ে গেল সাবেক পাকিস্তান অধিনায়কের। তাঁর আগে এ কীর্তি ছুঁয়েছিলেন সুনীল গাভাস্কার, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, শিবনারাইন চন্দরপল, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অ্যালেস্টার কুক।
প্রথম পাকিস্তানী হিসেবে এ মাইলফলক ছুঁলেন ইউনুস। সবার আগে এ কীর্তি ছুঁয়েছিলেন গাভাস্কার। ২০৮ ইনিংসে ইউনুস দশ হাজার পূর্ণ করলেন। তাঁর চেয়ে কম ইনিংস লেগেছে লারা-টেন্ডুলকার-সাঙ্গাকারা (১৯৫), পন্টিং (১৯৬) ও দ্রাবিড়ের(২০৬)।
ক্যারিয়ারে কমপক্ষে দশ হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ইউনুসের চেয়ে ভাল গড় আছে সাঙ্গাকারা, ক্যালিস ও টেন্ডুলকারের। তবে ফিফটি ও সেঞ্চুরির ‘রুপান্তরের হার’ এ সবচেয়ে এগিয়ে ইউনুসই। ৩২টি ফিফটির সঙ্গে ৩৪টি সেঞ্চুরি আছে তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এ সিরিজ খেলেই অবসরের ঘোষণা দিয়েছেন ইউনুস।