আউট করেও আপিল করলেন না ওয়াগনার
নিল ওয়াগনারের করা বলটা মিড-অফে ঠেলে দিয়ে তড়িঘড়ি রানের জন্য ছুটলেন ব্যাটসম্যান স্টিভ এসকিনাজি, নন-স্ট্রাইকের ব্যাটসম্যান জন সিম্পসনও দৌড় শুরু করলেন। রান আউট করার জন্য বলের দিকে ছুটলেন ওয়াগনারও। তাঁর সাথে ধাক্কা খেয়ে সিম্পসন পড়ে গেলেন মাঝ পিচ পেরোনোর আগেই, উঠে দাঁড়াতে দাঁড়াতে আরেকজন ফিল্ডার বল হাতে নিয়ে স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ভেঙে দিলেন।
ক্রিকেটীয় নিয়মে সিম্পসন এখানে রান আউট হয়ে যান। কিন্তু ওয়াগনার ও তাঁর সতীর্থ খেলোয়াড়দের বদান্যতায় তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় নি। ‘স্পোর্টসম্যানশিপ’-এর বিরল দৃষ্টান্ত স্থাপন করে এসেক্সের খেলোয়াড়রা রান আউটের আবেদন প্রত্যাহার করে নেন।
ঘটনাটি ঘটেছে ইংলিশ কাউন্টির মিডলসেক্স ও এসেক্সের মধ্যকার চারদিনের ম্যাচে। আর এতে অগ্রণী ভূমিকা রেখেছেন কিউই পেসার ওয়াগনার। এসেক্সের এমন সৌজন্যমূলক আচরণে মুগ্ধতা প্রকাশ করে টুইট করেছে মিডলসেক্স।