• বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০১৫
  • " />

     

    বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান

    বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান    

    চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। তবে ইএসপিএনক্রিকইনফোকে পিসিবি প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন, এই বছর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে এই বছরের জুলাই-আগস্টে আসার কথা ছিল পাকিস্তানের। 


    এই বছর বাংলাদেশকে পাকিস্তানে আনার ব্যাপারে জোর চেষ্টা চালিয়েছিল পিসিবি। কিন্তু বিসিবি সেই পর্যায়ে সায় দেয়নি, শেষ পর্যন্ত হাই পারফরম্যান্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। এরপর পিসিবি বাংলাদেশে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এলো তারা। শাহরিয়ার খান নিশ্চিত করেছেন, 'পাকিস্তান এর মধ্যেই দুই বার বাংলাদেশ সফর করেছেন, আমাদের মনে হয়েছে টানা তৃতীয় বার আমরা আসতে পারেনি। সেজন্যই এই সফর আমরা স্থগিত করেছি, পরের বছর সুযোগ আছে কি না সেটা এখন দেখা যাবে।'


    সর্বশেষ ২০০৭-০৮ সালে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। এরপর ২০১১-১২ ও ২০১৫ সালে দুই বার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান।