জুনের মধ্যেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার আশা আয়ারল্যান্ডের
এ মাসের জুনের মধ্যেই আইসিসির পূর্ণ সদস্য হওয়ার আশা করছে অস্ট্রেলিয়া। পূর্ণ সদস্য হওয়া মানেই টেস্ট স্ট্যাটাস পাওয়া। আইসিসির সভায় নতুন অর্থব্যবস্থা ও গঠনতন্ত্র পাশ হওয়ার হওয়ার পর আয়ারল্যান্ডের আশা আরও বেড়ে গেছে।
ডাবলিনে টার্কিশ এয়ারলাইনসকে নিজেদে নতুন স্পন্সর ঘোষণা করার দিনে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, 'নিয়ন্ত্রন, প্রশাসন, ক্রিকেট অবকাঠামো, উন্নয়ন ও পারফরম্যান্সের মতো ২০-২৫টি মানদন্ড আছে। সকল প্রত্যাশিত সদস্যকেই এসব মানদন্ড পূরণ করতে হয়। আমরা আমাদের কাজ অনেকখানিই করে রেখেছি, আমরা এসব মানদন্ড পূরণে বেশ উৎসাহী।'
কোনো সহযোগী দেশ পূর্ণ সদস্য হওয়ার আবেদন করলে তা আগে নতুন একটি কমিটির পর্যবেক্ষণের মধ্য দিয়ে যায়। সেই কমিটি সেটি আবেদন আইসিসির বোর্ড সভায় পাঠায়। এ বছরেরই জুন মাসের ২২ তারিখ লন্ডনে আইসিসির বার্ষিক সভা আছে।
ধাপগুলো ঠিকঠাক পেরুলে সেই সভা থেকেই আসতে পারে আয়ারল্যান্ডের জন্য সুখবর।