• " />

     

    লভ্যাংশ বণ্টনের নতুন নীতিতে সন্তুষ্ট বিসিবি

    লভ্যাংশ বণ্টনের নতুন নীতিতে সন্তুষ্ট বিসিবি    

    বহু জলঘোলা হওয়ার পর বাতিল হতে যাচ্ছে ‘তিন মোড়লের নীতি’। ভারতের বিশাল ব্যবধানে পরাজয়ের পর আইসিসির বাৎসরিক লভ্যাংশের বন্টনটাও নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। এতে আগের চেয়ে অনেক বেশি অর্থ পাবে বাংলাদেশও। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আইসিসির নতুন নীতিতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    নাজমুল হাসানের মতে, নিজেদের যোগ্যতার কারণেই এরকমটা হয়েছে, “সবার মাঝে এরকম একটা ধারণা ছিল যে আইসিসির লভ্যাংশ অর্জনে বাংলাদেশের কোনো ভূমিকা থাকে না। তবে আমার মনে হয় অনেক দেশের চেয়ে বাংলাদেশ বেশি ভূমিকা রাখে। বাংলাদেশের কোম্পানি আমাদের বিদেশের সফরেও স্পন্সর করে। এখন বিশ্ববাজারের চিত্র পাল্টেছে। আমি সবসময়ই বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছি আইসিসির বৈঠকে।”

     

    অর্থপ্রাপ্তি প্রায় দ্বিগুণ হওয়ায় খুশি নাজমুল হাসান, “আগে আমরা আইসিসির লভ্যাংশ থেকে ৭৬ মিলিয়ন ডলার পেতাম। নতুন নিয়মে এটা বেড়ে দাঁড়াবে ১৩২ মিলিয়ন ডলারে। এর মানে আমরা প্রতি বছর সাড়ে ১৬ মিলিয়ন ডলার পাবো, আগে যা ছিল সাড়ে ৯ মিলিয়ন। এটা প্রায় দ্বিগুণ! এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য দারুণ একটা ব্যাপার।”