'আইপিএল নয়, ঘরোয়া ক্রিকেটই জাতীয় দলে ঢোকার রাস্তা'
সামনেই চ্যাম্পিয়নস ট্রফি, এখনো ঘোষণা করা হয়নি ভারতীয় দল। অনেকেই মনে করছেন, ঘোষিত দলে এবারের আইপিএলের তরুণ তুর্কিদের কয়েকজন সুযোগ পেতে পারেন। তবে ভারতের সাবেক দুই নির্বাচক কিরান মোরে এবং সৈয়দ সাবা করিম বলছেন, আইপিএল নয়, জাতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া লিগের পারফরম্যান্সকেই প্রাধান্য দেওয়া হয়।
মুম্বাই ইন্ডিয়ান্সের নিতীশ রানা, দিল্লী ডেয়ারডেভিলসের ঋষভ পান্ট, সানজু স্যামসনসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার এরই মাঝে নিজের পারফরম্যান্সের কারণে সবার নজর কেড়েছেন। কিরন মোরের মতে, চ্যাম্পিয়নস লিগের দল নির্বাচনে আইপিএলের পারফরম্যান্স খুব একটা আমলে নেওয়া হবে না, “ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি একেবারেই ভিন্ন একটা টুর্নামেন্ট। এখানে আমাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে।” মোরে আরও মনে করছেন, আইপিএল শুরুর আগেই দল নির্বাচনের কাজটা অনেকটাই এগিয়ে রেখেছেন নির্বাচকরা।
এদিকে আরেক সাবেক নির্বাচক সাবা করিম বলছেন, টি-টোয়েন্টি ও ওয়ানডের মাঝে বিস্তর ফারাকের জন্যই চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনে সেটির প্রভাব পড়বে, “যখন আপনি টি-টোয়েন্টির জন্য দল নির্বাচন করবেন, তখন আইপিএলের পারফরম্যান্স দেখতে পারেন। যদি শুধুমাত্র টি-টোয়েন্টির দল নির্বাচক করতাম, তাহলে আমি রানাকে রাখতাম; ওয়ানডের জন্য নয়! আমি দেখতাম সে বিজয় হাজারে ট্রফিতে কেমন করেছে। এমনকি ধোনি ইনজুরিতে পড়লেই কেবল মাত্র পান্টের ব্যাপারে ভাবা হবে। একই ভাবে ক্রুনাল পান্ডের কথা ভাবা হবে জাদেজা ইনজুরিতে পড়লে। তবে কোহলি ইনজুরিতে পড়লেও রানার কথা ভাবা হবে না, কারণ সে আইপিএলে ভালো করলেও অন্য দুজনের মতো ঘরোয়া ক্রিকেটে ভালো করেনি।”