• আইপিএল
  • " />

     

    আইপিএল দেখেন না পূজারা

    আইপিএল দেখেন না পূজারা    

    গত দশ বছর ধরে আইপিএলের প্রতি আসরে বসে রথী-মহারথীদের মেলা। এই এক মাস পুরো ভারত মজে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগের উন্মাদনায়। এবার ভারতের টেস্ট দলের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পূজারা বললেন, তিনি টিভিতে আইপিএল দেখেন না!

     

    এই ‘ধুম-ধাড়াক্কা’ ক্রিকেটের যুগেও চেতেশ্বর পূজারার ব্যাটিং খানিকটা ‘পুরনো যুগের’ মতোই। পূজারা বলছেন, আইপিএলের উন্মাদনা ছুঁতে পারেনি তাঁকে, “পুরো দিনটা অনুশীলন অথবা ফিটনেস ঠিক রাখার কাজেই কেটে যায়। এরপর আর ক্রিকেট নিয়ে ভাবতে ইচ্ছে করে না। টিভিটা বন্ধ রেখে সন্ধ্যার পর পরিবারের সাথে সময় কাটাই। এই কারণেই আইপিএল খুব একটা দেখা হয় না।”

     

    এই মাসের ৭ তারিখে রাজকোটে আইপিএলের ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছিলেন। পূজারা আরও বলেন, “আমি আইপিএলের অংশ নই বলেই যে দেখি না, ব্যাপারটা এমন নয়। মাঝে মাঝে দেখা হয়, সেটাও অন্য কেউ যদি আমার পাশে বসে দেখে আর কী!”