• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    চেজ-হোল্ডারে পাকিস্তানের 'হতাশা'

    চেজ-হোল্ডারে পাকিস্তানের 'হতাশা'    

    সংক্ষিপ্ত স্কোর

    ওয়েস্ট ইন্ডিজ ৮৯ ওভারে ২৮৬/৬ (চেজ ১৩১*, হোল্ডার ৫৮*, আব্বাস ৪৭/২)


     

    সকালের সূর্য দেখেই নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। মিসবাহ এটার সাথে দ্বিমত করতেই পারেন! বারবাডোজে দারুণ এক প্রথম সেশনের পর খানিকটা হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন রস্টন চেজ। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা শুধুই পাকিস্তানের হতে দেয়নি হোল্ডারের সঙ্গে তাঁর জুটিই। 

     

    মাত্র ৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা ক্যারিবিয়রা রীতিমত ধুঁকছিল। কিয়েরান পাওয়েল-চেজের ৬৫ রানের জুটি প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেয়। এরপর অল্প কিছুক্ষণের মাঝে আরও দুজন ব্যাটসম্যান আউট হলে ১০৭ রানের মাঝেই ৫ উইকেট হারিয়ে ফেলে হোল্ডারের দল। ১৫৪ রানের মাথায় ডওরিচ ফিরলে ২০০ রানকেই অনেক দূরের পথ মনে হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের কাছে। 

     

     

    তখনই চেজ -হোল্ডারের প্রতিরোধ শুরু। মোহাম্মদ আমির, ইয়াসির শাহদের হতাশায় ডুবিয়ে রানের চাকা সচল করেন দুজন মিলে। বোলিংয়ে বহুবার পরিবর্তন এনেও এই জুটিকে ভাঙ্গতে পারেননি মিসবাহ। ধীরে ধীরে দলকে ৩০০ রানের কাছাকাছি নিয়ে যান তাঁরা।

     

    ১৯৯৯ সালের পর প্রথম বার্বাডিয়ান ব্যাটসম্যান হিসেবে কেনসিংটন ওভালে সেঞ্চুরি পেলেন চেজ। হোল্ডারের সঙ্গে তাঁর ১৩২ রানের জুটির কল্যাণে শেষ সেশনে কোনও বিপদও আসেনি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া চেজ অপরাজিত আছেন ১৩১ রানে।