• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    শেষ সেশনে পথ হারাল পাকিস্তান

    শেষ সেশনে পথ হারাল পাকিস্তান    

    সংক্ষিপ্ত স্কোর

    দ্বিতীয় দিনশেষে  

    ওয়েস্ট ইন্ডিজ ৩১২ ( চেজ ১৩১, আব্বাস ৪/৫৬) 

    পাকিস্তান ১৭২/৩ ( আজহার ৮১*, শেহজাদ ৭০, বিশু ২/৫৩)


     

    প্রথম দিনের শেষেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আজও সেটারই পুনরাবৃত্তিই ঘটলো মিসবাহর সাথে। বারবাডোজ টেস্টের দ্বিতীয় দিনে দারুণ দুই সেশনের পর শেষ ঘণ্টায় গিয়ে খানিকটা খেই হারিয়ে ফেলেছে পাকিস্তান। দিনশেষে ৭ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৪০ রানে পিছিয়ে আছে তাঁরা।

     

    চেজ-হোল্ডার জুটি প্রথম দিনশেষে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল ক্যারিবিয়দের। আজ অবশ্য কোনো রান যোগ না করেই দুজন সাজঘরে ফেরেন। আমির নিজের প্রথম ওভারেই ফেরান চেজকে। কিছুক্ষণের মাঝে আব্বাসের বলে হোল্ডার ফিরলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মিসবাহ। এরপর ১০ ওভারের মাঝেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

     

    নিজেদের ইনিংসের শুরুটা দুর্দান্ত হয়েছিল পাকিস্তানের। আজহার আলি ও আহমেদ শেহজাদের ১৫৫ রানের জুটি দলকে দারুণ এক সূচনা এনে দেয়। ৫৬ ওভার বল করে একদমই সুবিধা করতে পারেননি ক্যারিবিয় বোলাররা। দিনের খেলার তখন মাত্র ১ ঘণ্টার মতো বাকি। আজহার-শেহজাদ যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল আজ কোনো উইকেট না হারিয়েই দিনটা পার করে দেবে পাকিস্তান।

     

    কিন্তু মাত্র ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরায় পাকিস্তানের ব্যাটসম্যানরা। বিশুর দারুণ এক বলে শেহজাদ ফেরার পর বাবর আজম ও ইউনুস খানও প্যাভিলিয়নে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ৮১ রানে অপরাজিত আছেন আজহার, সাথে আছেন অধিনায়ক মিসবাহ।