• আইপিএল
  • " />

     

    অনুশীলনেও স্টোকসকে বল করতে ভয় পান জাম্পা

    অনুশীলনেও স্টোকসকে বল করতে ভয় পান জাম্পা    

    প্রায় ৩ মিলিয়ন ডলারে তাঁকে দলে ভিড়িয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তবে ব্যাট হাতে নিজের নামের সাথে সুবিচার করতে পারছিলেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ৭ ইনিংসে মাত্র ৫০ রান করার পর স্টোকস অবশ্য কাল নিজেকে ফিরে পেয়েছেন। ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংসে জয় এনে দিয়েছেন দলকে। স্টোকসের ব্যাটিংয়ে মুগ্ধ পুনে সতীর্থ অ্যাডাম জাম্পা বলেছেন, তিনি নাকি অনুশীলনের সময় ‘বিধ্বংসী’ স্টোকসকে বল করতেই ভয় পান!

     

    ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে পুনে। এরপরই স্টোকস ঝড় শুরু। ৬১ বলেই তুলে নেন টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ান স্পিনার জাম্পা বলছেন, অনুশীলনের সময়ও স্টোকস এরকম ‘ভয়ংকর’, “প্রথম কয়েকটা নেট সেশনে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না কেউ এত জোরে বল মারে কীভাবে! সত্যি বলতে এরকম আগে কাউকে করতে দেখিনি। নেটে তো তাঁর বিপক্ষে বল করাটা রীতিমতো ভয়ের ব্যাপার।”

     

    স্টোকসে ‘মুগ্ধ’ জাম্পা জানালেন, মাঠে বিধ্বংসী হলেও মাঠের বাইরে স্টোকস একেবারেই উল্টো স্বভাবের, “সে দারুণ লড়াকু মনোভাবের একজন ক্রিকেটার। শট খেলতে খুব পছন্দ করে। এরকম খুব কমই দেখা যায়।  মাঠের বাইরে কিন্তু সে সবাইকে মাতিয়ে রাখে হাস্যরসাত্মক কথা বলে। ইংল্যান্ড দলের ক্রিকেটাররা তাঁকে পাশে পেয়ে হয়তো অনেক স্বস্তিতেই থাকে।”