• " />

     

    বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন রুবেল

    বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন রুবেল    

    জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ছে- বিসিবির তরফে এমনটা জানানো হয়েছিল আগেই। কোন গ্রেডের বেতন বেড়ে কতো হচ্ছে- জানিয়ে দেয়া হয়েছিল সেটাও। তবে কোন গ্রেডে কারা থাকছেন সেটা জানা গেলো আজ। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করেছে বিসিবি। আর তাতে গত তালিকা থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, আল-আমিন হোসেন ও আরাফাত সানি। প্রথমবারের মতো চুক্তির আওতায় এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সর্বশেষ চুক্তি থেকে বাদ পড়ার পর নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন পেসার রুবেল হোসেন।

     

    নতুন তালিকায় ‘এ প্লাস’ গ্রেডে আছেন যথারীতি মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। এই গ্রেডের বেতন আড়াই লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৪ লাখ টাকা। ‘এ’ গ্রেডে থাকা একমাত্র ক্রিকেটার মাহমুদুল্লাহর বেতন ২ লাখ থেকে বেড়ে হয়েছে ৩ লাখ। গ্রেড ‘বি’ ক্রিকেটারদের বেতন ছিল দেড় লাখ, সেটি হয়েছে ২ লাখ। এই গ্রেডে আছেন ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

     

    গ্রেড ‘সি’তে থাকা ক্রিকেটাররা হলেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই গ্রেডের বেতন ১ লাখ থেকে বেড়ে হয়েছে দেড় লাখ। গ্রেড ‘ডি’র বেতন ২৫ হাজার টাকা বেড়ে হয়েছে ১ লাখ। এই গ্রেডে আছেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদি হাসান মিরাজ।