আবারও এক রানের আক্ষেপ মিসবাহর!
আগের ম্যাচেই ছিলেন ৯৯ রানে অপরাজিত। ঠিক পরের ম্যাচেই ৯৯ রানে দাঁড়িয়ে আউটই হয়ে গেলেন মিসবাহ-উল-হক!
৯৯ রানে দাঁড়িয়ে প্যাডে লাগলো বল, ওয়েস্ট ইন্ডিজ নিলো রিভিউ। একটু কি টলে গেলেন মিসবাহ? সবচেয়ে বয়স্ক সেঞ্চুরিয়ানের তালিকায় একটু ওপরে ওঠা হাতছানি দিচ্ছিল। ওদিকে চিন্তিত পরিবার, চিন্তিত ড্রেসিংরুম। হক-আই দেখালো, বল যেতো স্ট্যাম্পের অনেক ওপর দিয়ে। হাঁফ ছেড়ে বাঁচলেন সবাই।
তবে ওইটুকুই। জ্যাসন হোল্ডারের পরের বলটাই শর্ট-অব-আ লেংথের বলটা খেলবেন না ছাড়বেন, যেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেটাই। শেষ মুহুর্তে ছেড়ে দিতে গেলেন, গ্লাভসে লেগে বল স্লিপে দাঁড়ানো রসটন চেজের হাতে। পরপর দুই ম্যাচে ৯৯ রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে গেলেন মিসবাহ। হয়ে গেলেন সবচেয়ে বেশী ৯৯ রানের স্কোর করা ব্যাটসম্যানও! এর আগে দুইবার করে ৯৯ রানের স্কোর ছিল নয়জন ব্যাটসম্যানের। মাইক আথারটন, গ্রেগ ব্লিউয়েট, জিওফ বয়কট, সৌরভ গাঙ্গুলি, সাইমন ক্যাটিচ, রিচি রিচার্ডসন, সেলিম মালিক, মাইক স্মিথ ও জন রাইট।
২০১১ সালে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের সঙ্গে মিসবাহ আউট হয়েছিলেন ৯৯ রানে। এরপর কিংস্টন, তারপর এই ব্রিজটাউন। মিসবাহ ছাড়িয়ে গেলেন ওপরের নয়জনকে। তাঁর এক রানের ‘আক্ষেপ’টাও গেল না আর!