ইয়াসির জাদুতে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর
চতুর্থ দিনশেষে
ওয়েস্ট ইন্ডিজ ৩১২ ও ২৬৪/৯ ( হোপ ৯০, ইয়াসির ৬/৯০)
পাকিস্তান ৩৯৩
লিড তখন ১৫০ পেরিয়েছে। ক্রিজে দুজন সেট ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যেই খেলছেন। মিসবাহর কপালের দুশ্চিন্তার ভাঁজটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। ম্যাচটা কি তাহলে তাঁর নাগাল থেকে বের হয়ে যাচ্ছে? নাহ, শেষ পর্যন্ত ইয়াসির শাহ সেটা হতে দেননি। শেষ সেশনে তাঁর ঘূর্ণিজাদুতেই ম্যাচের লাগামটা নিজেদের হাতে নিয়েছে পাকিস্তান। বারবাডোজে চতুর্থ দিনশেষে ১ উইকেট হাতে নিয়ে ১৮৩ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
দিনের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি ক্যারিবিয়দের। কোনো রান যোগ না করেই আমিরের বলে ফেরেন হেটমেয়ার। একপ্রান্ত আগলে রেখে অবিচল ছিলেন শাই হোপ। আমির-আব্বাসদের হতাশ করে সেঞ্চুরির খুব কাছেই চলে পৌঁছে গেছিলেন। ভিশাল সিংয়ের সাথে তাঁর ৮০ রানের জুটি দলকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছিল। একই সাথে পাকিস্তানের ওপর চাপটাও বাড়ছিল।
তখনই দৃশ্যপটে ইয়াসির শাহর আগমন। দারুণ এক বলে হোপকে ফেরান, ৯০ রান করে সাজঘরে ফেরার সময় হোপের মুখে হতাশার ভাবটা স্পষ্টই ছিল। পরের ওভারের প্রথম বলেই সিংকে ফিরিয়ে দেন আব্বাস। এরপর ৩৪ রানের মাঝে আরও তিনটি উইকেট তুলে নিয়েছেন ইয়াসির। এই নিয়ে ক্যারিয়ারের ১০ম বার ৫ উইকেট তুলে নিলেন ইয়াসির।
মাত্র ২৬ রানের মাঝে ৫ উইকেট হারিয়ে রীতিমত ধুকছে হোল্ডারের দল। ম্যাচ বাঁচাতে হলে শেষদিনে দারুণ কিছুই করে দেখাতে হবে বিশুদের।