• " />

     

    পেনাল্টি শুটআউটে আসছে নতুন পদ্ধতি ?

    পেনাল্টি শুটআউটে আসছে নতুন পদ্ধতি ?    

    পেনাল্টি শুটআউট চলছে। প্রতিপক্ষ এগিয়ে আছে ৫-৪ গোলে। যিনি এবার পেনাল্টি নেবেন, তাঁকে গোল করতেই হবে। পর্বতসমান চাপ মাথায় নিয়ে পেনাল্টি নিলেন, মিসও হয়ে গেলো; ফলাফল, পরাজয়! এই দৃশ্য ফুটবলে কতবার দেখা গেছে তাঁর ইয়ত্তা নেই। শেষে পেনাল্টি নেওয়া দল যে বরাবরই একটু বেশি চাপে থাকে সেটা কারো অজানা নয়। এবার এই সমস্যার সমাধানের ‘এবিবিএ(ABBA)’ নামের নতুন এক পদ্ধতি বের করেছে ইউয়েফা। এই মাসের ইউয়েফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

    সাধারণত টসের মাধ্যমে নির্ধারিত হয় কোন দল প্রথমে পেনাল্টি নেবে। এক দলের শট নেওয়ার পর আরেক দলের ফুটবলার এগিয়ে আসেন; এভাবেই চলতে থাকে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমে এক দল পেনাল্টি শট নেবে। এরপর দ্বিতীয় দল দুইবার শট নেবে। তারপর আবারো প্রথম দলের ফুটবলার শট নেবে।  এভাবেই ‘সাডেন ডেথ’ আসার আগ পর্যন্ত চলতে থাকবে শুটআউট।  অনেকটা টেনিসের টাইব্রেকারের মতো।

     

    গবেষণায় দেখা গেছে, প্রথমে পেনাল্টি নেওয়া দলের জয়ের হার ৬০ শতাংশ। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড জানিয়েছে, ফুটবলারদের সুবিধার জন্যই এই নিয়মের ব্যাপারে ভাবা হয়েছে, “বর্তমানে পেনাল্টি শুটআউটের সময় যে নিয়ম প্রচলিত আছে , সেটার প্রথম পেনাল্টি নেওয়া দল একটু বেশি সুবিধা পায়। নতুন নিয়মে যে দল প্রথমে পেনাল্টি নেবে এবং পরেরবার দুটি করে শট নিতে আসবে, তারাও চাপে থাকবে। কারণ এর আগে দুটি শট নেওয়া দল যদি গোল করে, তাহলে তাদেরও গোল করতে হবে ম্যাচে টিকে থাকতে হলে।”