• আইপিএল
  • " />

     

    জার্সি 'অদল-বদলে' বিপাকে ক্রিশ্চিয়ান

    জার্সি 'অদল-বদলে' বিপাকে ক্রিশ্চিয়ান    

    জন্মদিনে কঠিন পরিস্থিতিতে ছয় মেরেই দলকে জয় এনে দিলেন। কোথায় বিশেষ দিনটায় সেই ম্যাচজয়ী ইনিংস নিয়ে কথা হবে, উল্টো জার্সি বিভ্রাট নিয়ে খানিকটা বিপাকেই পড়েছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের ড্যান ক্রিশ্চিয়ান। ভুল করে যে সতীর্থ বেন স্টোকসের জার্সি পরে নেমেছিলেন সেদিন! এই কারণে তাঁকে জরিমানাও গুণতে হতে পারে।

    কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় নিজের জার্সি পরেই নেমেছিলেন ক্রিশ্চিয়ান। কিন্তু ব্যাটিংয়ের সময়ই ঘটে বিপত্তি, স্টোকসের জার্সি পরেই এসেছিলে ক্রিজে। এই জার্সি বিভ্রাট ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারেনি। ম্যাচ রেফারিও হয়তো ব্যাপারটা খেয়াল করেছেন। আইপিএলের নিয়মে বলা আছে, একজন ক্রিকেটারের জার্সিতে তাঁর নাম এবং জার্সি নাম্বার সবসময় সঠিক হতে হবে। আর এতেই খানিকটা শঙ্কার মাঝেই পড়েছেন ক্রিশ্চিয়ান।

     

    ক্রিশ্চিয়ান অবশ্য জানিয়েছেন, তাড়াহুড়ো করতে গিয়েই নাকি এমনটা হয়েছে, “বোলিংয়ের পর আমি নিজের জার্সি স্টোকসের জার্সির সাথে শুকাতে দিয়েছিলাম। ব্যাটিংয়ে নামার আগে তাড়াহুড়ো করে ওর জার্সি তুলে নিয়ে পরে ফেলেছিলাম! আশা করি ম্যাচ রেফারি ব্যাপারটা বুঝবেন।”