রানআপের ভুলে নো বল, ক্ষিপ্ত ম্যাক্সওয়েল
প্রথমে হয়তো ভেবেছিলেন অন্য কোনো কারণে নো-বল ডেকেছেন আম্পায়ার। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে তাই আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়া সন্দীপ শর্মাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। তবে আসল কারণ জানার পর নিজের মেজাজটাও ধরে রাখতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। গতকাল গুজরাট লায়নসের বিপক্ষে সন্দীপের রানআপের দিক বদলানো নিয়ে নো বল দেখানোয় আম্পায়ারের ওপর বেজায় চটেছেন ম্যাক্সওয়েল।
নন স্ট্রাইকে থাকা ডোয়াইন স্মিথের দাঁড়ানোর দিক থেকেই ইশান কিষানকে বল করেন সন্দীপ। সাথে সাথেই নো-বল ডাকেন আম্পায়ার নন্দ কিশোর। সন্দীপ কারণ জানতে চাইলে করলে আম্পায়ার জানান, তিনি বোলিংয়ের দিক পরিবর্তন করার আগে আম্পায়ারকে জানাননি। যদিও ভিডিও ফুটেজে দেখা গেছে, রানআপের আগে আম্পায়ারের দিকে ইশারা করেছিলেন সন্দীপ। এসব নিয়ে তর্ক লেগে যায়। ম্যাক্সওয়েল এসে সন্দীপকে শান্ত করতে গিয়ে এক পর্যায়ে নিজেই ক্ষোভে ফেটে পড়েন। ওভার শেষ হওয়ার পরেও বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে দুই পক্ষের মাঝে।
শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ম্যাচটি জিতে নেয় গুজরাট। ম্যাচ শেষে ম্যাক্সওয়েল জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের ওরকম সিদ্ধান্ত দেওয়া উচিত হয়নি, “ওটা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। পাওয়ার প্লের শেষ সময়ে আম্পায়ারের ওরকম একটা সিদ্ধান্ত খুবই দুঃখজনক। সন্দ্বীপ ইশারা করলেও আম্পায়ারই ব্যাটসম্যানকে অন্যদিকে সরে যেতে বলেনি।”
এদিকে আম্পায়ারের সাথে কয়েক দফা তর্ক করা এবং ওভার শেষে আম্পায়ারের হাত থেকে নিজের হ্যাট একরকম টেনেই নিয়েছেন সন্দীপ। পরে ম্যাচ ফির ৫০ শতাংশও জরিমানা দিতে হয়েছে তাঁকে।