• সিরি আ
  • " />

     

    সাক্ষাৎকার দিতে গিয়েও বর্ণবাদী গালি!

    সাক্ষাৎকার দিতে গিয়েও বর্ণবাদী গালি!    

    টিভিতে সাক্ষাৎকার দেয়ার সময় বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন জুভেন্টাসের ডিফেন্ডার মেধি বেনাতিয়া। ওই মন্তব্য শোনার পর সাক্ষাৎকার শেষ না করেই চলে যান তিনি। সিরি আ’র আরেক দল পেসকারার ফুটবলার সালে মুনতারি বর্ণবাদী কটূক্তি শোনার প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়ার এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটলো।

     

    ফরাসি বংশোদ্ভূত মরক্কোর খেলোয়াড় বেনাতিয়া শনিবার জুভেন্টাস-টরিনো ম্যাচের পর রাই নামের একটি ইতালীয় টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। কথার মাঝখানে আচমকাই তিনি ‘কোন নির্বোধ কথা বলছে?’ এমন প্রশ্ন করে সাক্ষাৎকার দেয়া বন্ধ করে চলে যান। পরে জানা যায়, সাক্ষাৎকার দেয়ার সময় কানে লাগানো ইয়ারপিসে বর্ণবাদী গালি শুনতে পান বেনাতিয়া। তবে তিনি প্রকাশ্যে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি।

     

    এ ঘটনায় দুঃখপ্রকাশ করে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্যকারী ব্যক্তিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট টিভি চ্যানেল। এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ।