• " />

     

    হোম সিরিজ খেলেই ক্ষতি পোষাবে ভারত?

    হোম সিরিজ খেলেই ক্ষতি পোষাবে ভারত?    

    চাহিদা মোতাবেক আইসিসি থেকে লভ্যাংশ আদায়ের যুদ্ধে আপাতত রণে ভঙ্গ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (আইসিসি)। দাবী আদায়ের লড়াইটা চালিয়ে যাওয়ার ব্যাপারে হয়তো এখনই হাল ছাড়বে না বিসিসিআই। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা সুর নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এমন প্রেক্ষিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্যান রাজীব শুক্লা পরামর্শ দিচ্ছেন, আইসিসির সাথে বিবাদ না বাড়িয়ে নিজেদের মতো করেই আয় বাড়ানোর উপায় খোঁজার। আর সেজন্য তাঁর প্রস্তাব, সুবিধাজনক সময়ে হোম সিরিজ আয়োজন করে ক্ষতিটুকু পুষিয়ে নেয়ার।

     

    চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত খেলবে কিনা- সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল রবিবার বিশেষ বৈঠকে বসেছিল বিসিসিআই। সেখানে অনেক সদস্যই চ্যাম্পিয়নস ট্রফি বর্জনের পক্ষপাতী থাকলেও বাকিরা করণীয় নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। সেখানেই এ প্রস্তাব রাখেন শুক্লা, “আমার মনে হয়েছে আইনি লড়াইয়ে যাওয়া বা খেলোয়াড়দের এতো বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না দেয়ার চেয়ে শান্তিপূর্ণ কোনো সমাধানের পথে হাঁটাই শ্রেয়। আইসিসি তো বলেছেই আরও ১০ কোটি ডলার বাড়িয়ে দেবে প্রস্তাবিত ২৯.৩ কোটির সাথে, সে হিসেবে মোট পাওয়া যাচ্ছে ৩৯.৩ কোটি ডলার।”

     

    “এখন আমাদের ক্যালেন্ডারে একটা ফাঁকা জায়গা আছে যেখানে আমরা আগে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলতে চেয়েছিলাম। এই সময়টায় আমরা একটা হোম সিরিজ খেললে শুধু টিভি সম্প্রচার থেকেই ২০০ কোটি রুপি আয় করা সম্ভব। একটা আন্তর্জাতিক ম্যাচের জন্য বিসিসিআই পায় ৪৩ কোটি রুপি।  এখন পাঁচ ওয়ানডের একটা সিরিজ প্রতি বছর খেলা হলে পাঁচ বছরে ১ হাজার কোটি রুপি আয় হয়ে যায়।”