'ক্রিকেট শট খেলেও টি-টোয়েন্টিতে রান করা যায়'
‘টি-টোয়েন্টি তাঁর জন্য না’, কথাটি হয়তো নিজের ক্যারিয়ারে বহুবারই শুনেছেন। ‘টেক্সটবুক’ ক্রিকেট শট খেলেই টেস্ট ও ওয়ানডেতে সাফল্য পেয়েছেন। কিন্তু নিজের মতো খেলেই টি-টোয়েন্টিতে সাফল্য পেয়েছেন। তবে এবার আইপিএলে যেন নিজেকে চেনাচ্ছেন নতুন করে। এর মধ্যেই দুটি সেঞ্চুরি পাওয়া আমলা বলছেন, ক্রিকেট শট খেলেও টি-টোয়েন্টিতে রান করা যায়!
গুজরাট লায়ন্সের বিপক্ষে ৬০ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংসের পর আমলা জানান, ধুমধাড়াক্কা ব্যাট চালানো মানেই টি-টোয়েন্টি নয়, “টি-টোয়েন্টি খেলার সময় সবাইকে মাথায় রাখতে হবে কীভাবে প্রতিটা বলই কাজে লাগানো যায়। অতি আক্রমণাত্মক ভঙ্গিতে না খেলেও অনেক ক্রিকেটার এখানে সাফল্য পেয়েছেন। তারা ক্রিকেট শট খেলেই রান করেছেন।”
আমলা মনে করেন, তাঁর মতো ব্যাটসম্যানরা ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আগের চেয়ে বেশি সাফল্য পাচ্ছেন, “ গত কয়েক বছরে আইপিএল ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক কিছু পাল্টেছে। বেশি রান পেতে হলে এখন ‘মারকুটে’ ব্যাটসম্যান হতে হয় না। স্বাভাবিক খেলা খেলেও এখন অনেক রান আসে এই ফরম্যাটে।”