স্টাম্প পড়লেও পড়লো না বেল
এগিয়ে এসে শট খেলতে গিয়ে মিস করলেন যতীন্দর সিং। স্টাম্প পড়ে যাওয়ার আওয়াজটা শুনে নিশ্চিত হলেন, বোল্ড হয়েই প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে। কিন্তু একি, বোলার কোনো উদযাপন করছেন না, আম্পায়ারসহ ফিল্ডাররাও কেমন কেমন চোখে স্টাম্পের দিকে তাকাচ্ছে! পেছন ফিরে যা দেখলেন, সেটা রীতিমত বিস্ময়কর। মিডল স্টাম্প কয়েক মিটার দূরে ছিটকে পড়লেও বেল দুটো একচুলও সরেনি! অদ্ভুতুড়ে এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ‘মিড ইয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের’ মুনি ভ্যালি ও স্ট্র্যাটমোর হাইটসের ম্যাচে।
অবাক করা এই কাণ্ডের পর মুন ভ্যালির ব্যাটসম্যান যতীন্দরকে আউট দেবেন কি দেবেন না, সেটা নিয়ে দুই আম্পায়ারই ছিলেন দ্বিধাবিভক্ত। কারণ আইসিসির নিয়মে আছে, বেল পুরোপুরিভাবে না পড়লে আউট হবে না। তবে একই সাথে এটাও বলা আছে, স্টাম্প মাটি থেকে উপড়ে গেলেও আউট দেওয়া যাবে। সাধারণত স্টাম্প উপড়ে গেলে বেলও একই সাথে পড়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কী হবে? বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত ব্যাটসম্যানকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আম্পায়ারের এই সিদ্ধান্তে একটু হলেও অবাক হয়েছেন মুন ভ্যালির অধিনায়ক মাইকেল ওজবান, “আমি তখন বাউন্ডারি লাইনে ছিলাম। যতীন্দরের স্টাম্প পড়ে যাওয়া দেখে ভাবলাম, সে তো আউটই। এরপর দেখি সবাই স্টাম্পকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি সেখানে গেলাম। যা দেখলাম সেটায় বিস্মিত! অনেক আলোচনার পর তাঁকে আউট দেওয়া হলো। যদিও ব্যাপারটা বিভ্রান্তিকর, কারণ এর আগে এরকম কিছু মাঠে উপস্থিত কেউই দেখেননি! বেল মনে হয় স্টাম্পের সাথে আড়াআড়িভাবে বসানো হয়েছিল। তবে ঠিক কোন কারণে এরকম হয়েছে সেটা বুঝতে পারছি না।”
গত বছর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ জেরাল্ডটন জুনিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি ম্যাচে ঠিক এরকমই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আম্পায়াররা। জ্যাকোবি উনবেহাম নামের এক তরুণের স্টাম্পের বল লাগলেও বেল পুরোপুরি পড়েনি, সামান্য সরে গেছিল। আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। যদিও নিয়মে বলা আছে, বেল যদি স্টাম্পের উপরে থাকে তাহলে আউট দেওয়া যাবে না।