• আইপিএল
  • " />

     

    আইপিএলের শর্ত ভারতের দক্ষিণ আফ্রিকা সফর?

    আইপিএলের শর্ত ভারতের দক্ষিণ আফ্রিকা সফর?    

    ৭ মে পর্যন্ত এবারের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। বিসিসিআই সেটি ১৫ তারিখ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিলেও সেটা রাখেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ফলে ৮ তারিখেই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন এবি ডি ভিলিয়ার্সরা। এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বিসিসিআইকে এক চিঠিতে বলেছেন, এই বছরের শেষের দিকে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত করলেই এই সময়সীমা বাড়ানো হবে।

    এই বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ খেলার কথা থাকলেও  চূড়ান্ত সিদ্ধান্ত খানিকটা গড়িমসি করছে বিসিসিআই। ব্যাপারটা নিয়ে কয়েক দফা আলোচনার চেষ্টাও করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, তবে খুব একটা একটা লাভ হয়নি। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরিকে দেওয়া এক চিঠিতে হারুন বলেন, ভারত যেন এই বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাওয়া নিশ্চিত করে। সবশেষে হারুন লিখেছেন, যদি ভারত এই সফরের নিশ্চয়তা দেয়, তাহলে ডি ভিলিয়ার্সসহ অন্য ক্রিকেটারদের ১৫ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে।

    এদিকে জহরি জানিয়েছেন, হারুনের ওই চিঠির জবাব দেবেন না তিনি, “এই মুহূর্তে তাঁর চিঠির জবাব দেওয়ার কোনো কারণই দেখছি না। যখন সময় আসবে তখন এটা নিয়ে কথা বলা যাবে।” জানা গেছে, সামনের বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে ভারত।