বাংলাদেশ সফরের জন্য 'সবকিছু প্রস্তুত' অস্ট্রেলিয়ার
বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার সবকিছু প্রস্তুত আছেন বলেই মনে করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এ সফরে এখন শুধু শেষ মুহুর্তের নিরাপত্তা পর্যবেক্ষণ ও সূচী নির্ধারণের অপেক্ষা বলেই জানিয়েছেন তিনি, ‘আমি এখন খুবই খুশী। পরিকল্পনায় শুধু শেষ পর্যায়ের ঘষামাজা চলছে। নিরাপত্তার বিষয়টি একেবারে শেষ করে দিতে আমাদের অবশ্য এখনও কিছু কাজ আছে।’
সরকার ও সংশ্লিষ্ট দপ্তর থেকেও বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ। ‘আমাদের সকল গবেষণা ও পররাষ্ট্র দপ্তরের সঙ্গে করা কাজ থেকে আমরা এটা নিয়ে আত্মবিশ্বাসী যে, সফরটা হবে।’
‘নিরাপত্তার বিষয়ে আমরা যদি আর কোনো উদ্বেগের কিছু না পাই, তবে আয়োজক (বাংলাদেশ) সময়সূচী নির্ধারণ করলেই আমাদের পক্ষ থেকে তখন সময়ের অপেক্ষার মতো হয়ে দাঁড়াবে ব্যাপারটা।’
২০১৫ সালের অক্টোবরেই দুই টেস্টের সিরিজের জন্য বাংলাদেশ আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে শেষ মুহুর্তে গিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করে তারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠানো থেকে বিরত থাকে তখন।
এরপর বাংলাদেশ সফর করে গেছে ইংল্যান্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া সেই সফরও পর্যবেক্ষণ করেছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান দুবাইয়ে আইসিসির সভা থেকে ফিরে জানিয়েছিলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত হয়েছে। আমার এমন বলার কারণ, তাদের বোর্ড প্রেসিডেন্ট সভার শেষদিনে আমাকে বলেছেন, তিনি ও তার স্ত্রী প্রথম টেস্ট দেখতে আসবেন।’
আগস্টের শেষ দিকে ঢাকা ও চট্টগ্রামে দুইটি টেস্ট খেলার জন্য আসার কথা স্টিভেন স্মিথের দলের।