• " />

     

    আফগানিস্তানের কোচ হচ্ছেন ইউনুস খান?

    আফগানিস্তানের কোচ হচ্ছেন ইউনুস খান?    

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চলতি তৃতীয় ও শেষ টেস্টটি খেলে অবসরে যাবেন ইউনুস খান। ব্যাট-প্যাড তুলে রেখেই কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রান করা এই ব্যাটসম্যান। চলতি সিরিজের পরই আফগানিস্তানের কোচ হিসেবে যোগ দেবেন ইউনুস খান, এমনটাই জানাচ্ছেন আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল।

     

    স্থানীয় একটি টিভি চ্যানেলকে এ কথা জানিয়েছেন আতিফ মিশাল, “তাঁর সাথে চুক্তির বিষয়টি এখন চূড়ান্ত করা হচ্ছে।”

     

    ইউনুস খানের আগে একাধিক পাকিস্তানি ক্রিকেটারই আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করেছেন। পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক এই পদে যোগ দেয়ার আগ পর্যন্ত আফগানিস্তানের কোচ ছিলেন। এর আগে সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও পেসার কবির খানও আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

     

    এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বলছেন ইউনুস খানকে নিয়ে পিসিবিরও কিছু নিজস্ব পরিকল্পনা আছে। সাবেক এই অধিনায়কের সাথে সেসব নিয়ে কথা বলে তারপর তা প্রকাশ করতে চান। পিসিবি সংশ্লিষ্ট সূত্র বলছে আসন্ন যুব ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ইউনুস খানকে পাকিস্তান অনুর্দ্ধ-১৯ দলের কোচ হিসেবে পেতে চায় পিসিবি।