• লা লিগা
  • " />

     

    ম্যান ইউনাইটেডের নতুন '১০' হামেস?

    ম্যান ইউনাইটেডের নতুন '১০' হামেস?    

    রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন থেকেই। এই মৌসুমে দলে নিয়মিত একাদশেও জায়গা হারিয়ে ফেলেছেন। মাত্র ১২টি ম্যাচে নেমেছেন প্রথম একাদশে। তবে সুযোগ পেলে নিজেকে প্রমাণও করেছেন হামেস রদ্রিগেজ। তারপরও সামনের বিশ্বকাপের আগে নিয়মিত খেলতে অন্য কোথাও পাড়ি জমাবেন, সেরকম একটা ফিসফাস শোনা যাচ্ছিল। এবার শোনা যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মৌখিক চুক্তিও নাকি হয়ে গেছে হামেসের।

    নাকি বলতে হচ্ছে, কারণ নিশ্চিত করে এখনো কিছুই জানা যায়নি। এই মৌসুম শেষে ইউনাইটেডের ১০ নম্বর জার্সি প্রায় নিশ্চিতভাবেই খালি হচ্ছে, ওয়েইন রুনি পাড়ি জমাতে পারেন অন্য কোথাও। ইউনাইটেড হামেসকে সেই জার্সি গায়ে চড়ানোরই প্রস্তাব দিয়েছে। অ্যাডিডাসের সঙ্গে চুক্তি অনুযায়ী হামেসকে ১০ নম্বর জার্সিই পরতে হবে, রিয়ালেও সেটিই পড়েন এই কলম্বিয়ান মিডফিল্ডার। ইউনাইটেড আসলেই এই প্রস্তাব দিয়েছে কি না, সেটা জানা যাবে সময় হলেই।