• লা লিগা
  • " />

     

    বার্নাব্যুকে 'বিদায়' জানালেন রদ্রিগেজ ?

    বার্নাব্যুকে 'বিদায়' জানালেন রদ্রিগেজ ?    

    মাদ্রিদ-সেভিয়া ম্যাচের ৬২ মিনিট। হামেস রদ্রিগেজকে তুলে নিয়ে বেঞ্চে বসা ক্যারিমিরোকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিলেন জিদান। বার্নাব্যুর দর্শক তখন বুঝতে পারলেন, হয়তো শেষবারের মতো এখানে রদ্রিগেজের খেলা দেখে ফেলেছেন তাঁরা! করতালিতে ফেটে পড়া দর্শকের জবাব দিয়েছেন রদ্রিগেজও। বার্নাব্যু অধ্যায় শেষ হয়ে গেল, সেই বার্তাও হয়তো দিয়ে গেলেন।

     

    এই মৌসুমের শুরু থেকে গুঞ্জন উঠেছে, মাদ্রিদ ছাড়ছেন হামেস। জিদানের দলে প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় গত ডিসেম্বরে বলেছিলেন, এই মৌসুম শেষেই ‘বিকল্প কিছু’ ভাববেন। দুদিন আগে খবর এসেছে, সত্যিই সামনের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দিতে যাচ্ছেন তিনি। লিগের শেষ দুটি ম্যাচ প্রতিপক্ষের মাঠেই খেলবে মাদ্রিদ। সেই হিসেবে গতকালই হয়তো বার্নাব্যুতে তাঁর শেষ ম্যাচ। এই মৌসুমে অনিয়মিত হলেও গতকাল অবশ্য প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। 

     

    মাঠ ছাড়ার সময় পুরো বার্নাব্যুর দর্শকের উদ্দেশ্যে হাত উচিয়ে ‘বিদায়’ বলেছেন রদ্রিগেজ। দর্শকরাও তাঁদের ভালোবাসা দেখিয়েছেন। যেই প্রত্যাশা নিয়ে মোনাকো থেকে মাদ্রিদে এসেছিলেন ২০১৪ সালে, সেটা হয়তো পূরণ হয়নি। মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় হয়তো একটু আক্ষেপও থাকবে তাঁর।