বাংলাদেশের বিপক্ষে ফিরবেন স্টেইন?
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের সময় কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললেও জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরবেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন, এমনটাই ভাবা হচ্ছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষেও মাঠের বাইরেই থাকতে হবে স্টেইনকে। ফিরতে পারেন সেপ্টেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে।
ডান কাঁধের ভাঙ্গা হাড় জোড়া লাগতে এত সময় লাগবে, সেটা স্টেইন মোটেও ভাবেননি। তবে যত দ্রুত সম্ভব অনুশীলনে ফিরতে চান, “ যতটা ভেবেছিলাম অত তাড়াতাড়ি খেলায় ফিরতে পারছি না। যদিও দ্রুতই সুস্থ হয়ে উঠছি। স্বাভাবিক সব কাজই করছি এই কয়েক মাস। শুধু বোলিংটাই করতে পারছি না। আশা করি এটাও দ্রুততর সময়ের মাঝে শুরু করব।”
প্রথমবার পরীক্ষা করার পর ধারণা করা হয়েছিল, ছয় মাসের মাঝেই ফিরবেন স্টেইন। তবে সেপ্টেম্বরের আগে যে ফেরা হচ্ছে না সেটা নিজেও বুঝে গেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তাই নিজেকে শতভাগ প্রস্তুত করতে চান স্টেইন, “টেস্টের আগে ‘এ’ দলের হয়ে খেলে নিজেকে প্রস্তুত করতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে কিছু ম্যাচ খেলে নিজেকে ফিট রাখতে হবে।”