• " />

     

    টেস্ট ছাড়েন নি ডি ভিলিয়ার্স

    টেস্ট ছাড়েন নি ডি ভিলিয়ার্স    

    সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। এরপর গত আগস্টে ইনজুরি সারাতে বিশ্রামে যান। এর মাঝেই কনুইয়ে চোট পেয়ে নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন। এই ফেব্রুয়ারিতে সীমিত ওভারের ক্রিকেটে ফিরলেও মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। এবি ডি ভিলিয়ার্সকে দেখা যাবে না সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্টেও। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়ক কি তবে আর টেস্ট খেলবেন না? এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ডি ভিলিয়ার্স জানাচ্ছেন, পাঁচ দিনের ক্রিকেটকে তিনি এখনই বিদায় বলে দিচ্ছেন না।

     

    তবে এখনই টেস্ট না ছাড়লেও আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দলে ফিরছেন না বলেও জানাচ্ছেন এবি, “আমি অবসর নেই নি, না। তবে আমি (ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে না থাকার ব্যাপারে) আমার সিদ্ধান্তও বদলাতে যাচ্ছি না।”

     

    এই বছরটা কেবল সীমিত ওভারের ক্রিকেট খেলে যাওয়ার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিচ্ছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান, “গত বছর আমি আমার জীবন ও ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে করে শিরোপা জেতার সেরা সুযোগগুলো কাজে লাগাতে পারি এবং একটা সফল দলের অংশ হতে পারি। আমার কাছে মনে হয় শারীরিকভাবে সতেজ থাকলেই কেবল নিজের সেরাটা দেয়া সম্ভব, খেলতে খেলতে ক্লান্ত হয়ে গিয়ে নয়।”

     

    আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। সে সিরিজের টেস্ট দলেই হয়তো সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে দেখা যেতে পারে এবি ডি ভিলিয়ার্সকে।