• " />

     

    এই ইনিংসে শুধু সন্তুষ্টিই চান টেন্ডুলকার

    এই ইনিংসে শুধু সন্তুষ্টিই চান টেন্ডুলকার    

    পেশাদার ক্রিকেট ছেড়েছেন চার বছর হল। তবে একটা দেশের ‘ক্রিকেট ঈশ্বর’ যার খেতাব, ক্রিকেট তো তাঁর মজ্জাতেই মিশে থাকবে। শচীন টেন্ডুলকার তাই ক্রিকেট পরবর্তী জীবনটা দেখেন ‘দ্বিতীয় ইনিংস’ হিসেবে। আর সে ইনিংসে সন্তুষ্টিটাই তাঁর কাছে মুখ্য বলে জানাচ্ছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

     

    ক্রিকেটার জীবনের সাথে তাঁর বর্তমান জীবনের পার্থক্যটা পরিষ্কার করে দিচ্ছেন শচীন নিজেই, “জীবনের প্রথম ইনিংসটা ছিল মাঠের মাঝখানে, নিরন্তর প্রতিপক্ষের বেঁধে দেয়া লক্ষ্য তাড়া করে বেড়ানোটাই ছিল সেখানের কাজ। কিন্তু আমার দ্বিতীয় ইনিংসটা আগাগোড়াই সন্তুষ্টি-নির্ভর।”

     

    সেটা কেমন সে ব্যাখ্যাও দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক, “কোনো কাজের পিছনে যতক্ষণ একটা উদ্দেশ্য থাকে ততোক্ষণ সেটা আপনাকে সন্তুষ্টি দেবে। আর সেটা আপনি তখনই পাবেন যখন আপনার মন বলবে, হ্যাঁ তুমি আসলেই ভালো একটা কিছু করেছ।”


    বাকি জীবনটা এভাবেই কাটাতে চান ক্রিকেটে একশ আন্তর্জাতিক সেঞ্চুরির একমাত্র মালিক, “আমার জীবনে আরেকটা পথচলা, আরেকটা অধ্যায় শুরু হয়ে গেছে। আমরা সবাই অন্যদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করি আর এসব কাজই আমাকে সন্তুষ্টি দেয়। বাকি পথটা বেশ দীর্ঘ তো বটেই, আমি সেটা এভাবেই মানুষের জন্য কিছু করে চলতে চাই।”