• " />

     

    অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ রাইট

    অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ রাইট    

    নিউজিল্যান্ডের সাবেক বোলিং কোচ ড্যামিয়েন রাইটকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান কোচ আবদুল করিম জুয়েলের সঙ্গে কাজ করবেন তিনি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।

     

    নিউজিল্যান্ড জাতীয় দল ছাড়াও তাসমানিয়া, ভিক্টোরিয়া, বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন, মেলবোর্ন স্টারসের সঙ্গে কাজ করেছেন রাইট। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়া এ দল ছাড়াও খেলেছেন নিজ রাজ্য তাসমানিয়া, ভিক্টোরিয়া, ইংলিশ কাউন্টি সমারসেট, সাসেক্স, উরস্টারশায়ারের হয়ে।


    ১৯৯৭-৯৮ মৌসুমে প্রথম শ্রেণির অভিষেক, খেলেছেন ২০১১ সাল পর্যন্ত। কোচিং ক্যারিয়ার শুরু করেছেন এরপরই। বর্তমানে ঢাকায় থাকলেও অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন রাইট। আবার ফিরবেন জুলাইয়ে। লক্ষ্য শিরোপা অর্জন।

     

    গত আসরে দেশের মাটির বিশ্বকাপে সেমিফাইনালে হারার পর তৃতীয় হয়েছিল মেহেদী হাসান মিরাজের দল।