• " />

     

    এবার আফগান লিগে তামিম, সাব্বির, কায়েসরা

    এবার আফগান লিগে তামিম, সাব্বির, কায়েসরা    

    প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগ। আর এতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটারঃ তামিম ইকবাল, সাব্বির রহমান ও ইমরুল কায়েস। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নিলামে তিনটি ভিন্ন দলের কাছে বিক্রি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই তিন ব্যাটসম্যান।

     

    নিলামে বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল সবচেয়ে বেশি ২১ লাখ এএফএনে ( ৩০ হাজার ৭০০ মার্কিন ডলার) মুসলিমিয়ার স্পিনিঘরে বিক্রি হয়েছেন। আর সাব্বির রহমান ও ইমরুল কায়েস দু’জনেই দাম পেয়েছেন ৭ লাখ এএফএন (প্রায় ১০ হাজার ২৫০ মার্কিন ডলার) করে। সাব্বির জিপি কাবুল ইগলস ও ইমরুল আরিফ আজিম বুস্টডিফেন্ডার্সের হয়ে খেলবেন।

     

    ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দলগুলোর পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন আফগান শিল্পপতিরাই। বিদেশিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও আছেন নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের মাধ্যমে বিদেশিদের খেলার জন্য আফগানিস্তানকে নিরাপদ প্রমাণ করতে চান দেশটির ক্রিকেট কর্তারা।