ইউনুসের সেরা একাদশে নেই ব্র্যাডম্যান-ওয়াসিম
টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া সিরিজ শেষে। ক্যারিবিয় দ্বীপপুঞ্জে পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়ের প্রাক্কালে প্রথম পাকিস্তানি হিসেবে করেছেন দশ হাজার রান। কিংবদন্তী এই ব্যাটসম্যান এবার ঘোষণা করেছেন তাঁর চোখে সর্বকালের সেরা টেস্ট একাদশ। দলটির অধিনায়ক হিসেবে সাবেক পাকিস্তানি গ্রেট ইমরান খনের সাথে আর কেবল একজন পাকিস্তানি ক্রিকেটার জায়গা পেয়েছেন ইউনুসের একাদশে।
তবে ইউনুস একাদশে রাখেন নি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত স্যার ডন ব্র্যাডম্যানকে। তাঁর স্বদেশী কিংবদন্তী বাঁহাতি পেসার ওয়াসিম আকরামকে সর্বকালের সেরা একাদশে রাখবেন অনেকেই। কিন্তু ইউনুসের একাদশে তিনিও উপেক্ষিত থেকে গেছেন।
ভারতীয় ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারের সাথে ইউনুসের একাদশে ওপেনার হিসেবে আছেন তাঁর স্বদেশী ব্যাটিং গ্রেট হানিফ মোহাম্মদ। জ্যাক ক্যালিস আর ব্রায়ান লারা স্থান পেয়েছেন তিন ও চারে।
ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডস ও গ্যারি সোবার্সের সাথে ইমরান খান ও অ্যাডাম গিলক্রিস্টকে নিয়ে ইউনুস সাজিয়েছেন তাঁর বিধ্বংসী মিডল অর্ডার। একাদশের লম্বা ব্যাটিং অর্ডারে ৯ নম্বরে আছেন অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি। কেবল দুইজন স্পেশালিস্ট বোলার হিসেবে আছেন লংকান স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরণ ও অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা।
ইউনুস খানের সর্বকালের সেরা টেস্ট একাদশঃ
১। হানিফ মোহাম্মদ
২। শচীন টেন্ডুলকার
৩। জ্যাক ক্যালিস
৪। ব্র্যায়ান লারা
৫। ভিভ রিচার্ডস
৬। গ্যারি সোবার্স
৭। অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটকিপার)
৮। ইমরান খান (অধিনায়ক)
৯। রিচার্ড হ্যাডলি
১০। মুত্তিয়া মুরালিধরন
১১। গ্লেন ম্যাকগ্রা