টিকেটই যথেষ্ট নয় কনফেডারেশনস কাপে!
রাশিয়ায় কনফেডারেশনস কাপ শুরু হচ্ছে আজ। স্বাগতিক সমর্থকেরা তো আছেনই তাঁদের সাথে যোগ হয়েছে টুর্নামেন্টে অংশ নেয়া বাকি দেশগুলোর সমর্থকেরাও। লাতিন আমেরিকার দেশ চিলি থেকে ওশেনিয়ার নিউজিল্যান্ড- নিজের দলের খেলা দেখার সুযোগ হাতছাড়া করছেন না কেউই। কিন্তু রাশিয়ার এই ফুটবলযজ্ঞে শান্তিতে নেই সমর্থকেরা। রাশিয়া এসেই পড়তে হচ্ছে এক নতুন ঝামেলায়। রেহাই নেই খোদ রাশিয়ান সমর্থকদেরও। খেলার টিকেট থাকলেও, স্টেডিয়ামে ঢোকার জন্য আলাদা করে তাঁদের সংগ্রহ করতে হবে 'ফ্যান আইডি'।
নিরাপত্তার স্বার্থে রাশিয়ান সরকারের পক্ষ থেকেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রত্যেক সমর্থকের কাছে থাকতে হবে ওই নির্দিষ্ট পরিচয় পত্র। যাতে উল্লেখ থাকবে সমর্থকদের পাসপোর্ট নম্বর, প্রয়োজনীয় তথ্য ও ছবি। অবশ্য সুবিধাও আছে। এই ফ্যান আইডি কার্ড থাকলেই আলাদা করে দাঁড়াতে হবে না রাশিয়ান ভিসার লাইনেও।
কনফেডারেশনস কাপ শুরুর ১০ দিন আগে থেকে এই আইডি নিয়েই রাশিয়ায় প্রবেশ করতে পারবেন সমর্থকেরা। আর টুর্নামেন্ট শেষের পরবর্তী ১০ দিন পর্যন্ত থাকবে তার মেয়াদ। আইডির সাথে টিকেট থাকলেই কেবল মিলবে খেলা দেখার সম্মতি।
আপাতদৃষ্টিতে পরিচয়পত্রের ব্যাপারটি সুবিধাজনক মনে হলেও, বাস্তবে এ নিয়ে অসন্তোষ আছে সমর্থকদের মনে। রাশিয়ায় প্রবেশ করা সমর্থকদের সংখ্যাত তুলনায় এই আইডি কার্ড সংগ্রহে কেন্দ্র নিতান্তই কম। একটি এয়ারপোর্ট এলাকাও থাকলেও বাকি দু'টি কেন্দ্র শহর ছাড়িয়ে বহু দূরত্বে। বিশেষ করে এই ফ্যান আইডি সম্পর্কে নাকি রাশিয়ায় আসার আগে জানতেনই না সমর্থকেরা- এমন অভিযোগ করেছেন চিলি ও মেক্সিকান সমর্থকেরা। রাশিয়ার প্রচারণার অভাবেই এমন সমণ্বয়হীনতার শিকার হতে হয়েছে বলেই অভিযোগ করেছেন তাঁরা। অথচ এই ফ্যান আইডি নেয়া থাকলেই আর রাশিয়ান ভিসার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হত না তাঁদের।
ভিসার পরিপূরক ফ্যান আইডির পরিপূরক হলেও, খেলা দেখার জন্য কিন্তু ভিসাই যথেষ্ট হবে না। তাই রাশিয়ান সমর্থকদেরকেও সংগ্রহ করতে হবে ওই পরিচয়পত্র। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে টিকেট থাকা সত্ত্বেও তাই খেলা দেখা নিয়ে সন্দিহান অনেক রাশিয়ান সমর্থকও। বিপাকে পড়ে এখন তাঁরাও দুষছেন কর্তৃপক্ষকে। এ বিষয়ে অবশ্য ফিফা নিরুপায়। টিকেট বিক্রির পুরো প্রক্রিয়া ফিফা নিয়ন্ত্রণ করলেও, একটি দেশের নিরাপত্তার স্বার্থে নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কিছুই করার নেই ফুটবলের অভিভাবক সংস্থাটির।
ফ্যান আইডির পরিকল্পনা অবশ্য এবারই প্রথম নয়। গত শীতকালীন অলিম্পিকেও একই পদ্ধতিতে দর্শকদের মাঠে প্রবেশ করতে হয়েছিল রাশিয়ায়। তবে বিশ্বকাপের তুলনায় এই দুটো টুর্নামেন্টের পরিধি কম। কনফেডারেশনস কাপের পর আগামী বছর বিশ্বকাপেও এই প্রক্রিয়া চালু রাখার পরিকল্পনা আছে রাশিয়ান কর্তৃপক্ষের। আগামী বছর রাশিয়ায় খেলা দেখতে যাওয়ার কথা ভাবছিলেন যারা- তাঁরাও এই ঘটনায় পড়ে গেছেন দুশ্চিন্তায়। কনফেডারেশনস কাপ শুরুর আগেই নতুন এই পদ্ধতি মর্থকদের মাঝে যে অসোন্তোষের সৃষ্টি হয়েছে, পরেরবার বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে তা নিশ্চয়ই এড়াতে চাইবেন রাশিয়ার হর্তা-কর্তারা।