• " />

     

    পিছিয়ে যাচ্ছে ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ?

    পিছিয়ে যাচ্ছে ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ?    

    ২০১০ সাল থেকেই প্রতি দুই বছর পর পর হয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ২০১৮ সালে এই বিশ্বকাপের সপ্তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে যেতে পারে ২০২০ সাল পর্যন্ত। বড় দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

     

    ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই বছরের বিরতি শেষে আগামী বছর আবারো বসার কথা ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের বিশ্ব আসর। সম্ভাব্য আয়োজক ধরা হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে আইসিসির এক কর্মকর্তা জানান,২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না, “আমরা ২০১৮ সালের বিশ্বকাপ পিছিয়ে দিচ্ছি। এখনো কোনো ভেন্যু নির্ধারণ করা হয়নি। টুর্নামেন্ট পেছানোর অন্যতম কারণ হচ্ছে, ওই সময়ে দলগুলো দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে। একারনেই দুই বছর পরেই এটা আয়োজন করা হবে।”

     

    শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটিও আমলে নেওয়া হচ্ছে, “ ২০২০ সালে আবারো ফিরবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হয়তো দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়াকে আয়োজক দেশ হিসাবে দেখা যেতে পারে। দলগুলোর ব্যস্ততা ছাড়াও ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটিও ভাবা হচ্ছে। সবাই তাঁদের ব্যস্ত সূচির মাঝে বিশ্রাম চায়। বিশ্বকাপ পেছালেও টি-টোয়েন্টির জনপ্রিয়তায় কোনো ভাটা পড়বে না। এখন অনেক দেশেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ হয়।”