• কনফেডারেশনস কাপ ২০১৭
  • " />

     

    'রোনালদো যদি 'আর্জেন্টাইন' হতো!'

    'রোনালদো যদি 'আর্জেন্টাইন' হতো!'    

    এই মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে। ইউরো, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা; ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠেছে প্রায় সব শিরোপাই। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলছেন, রোনালদো আর্জেন্টাইন হলে মন্দ হতো না!

    ম্যারাডোনা বলছেন, সিআর সেভেনকে আকাশী নীল জার্সিতে খেলতে দেখলে খুশিই হতেন, “রোনালদো তো একটা জন্তু। আমার মাঝে মাঝে মনে হয়, সে যদি আর্জেন্টাইন হতো! তবে আমি রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখব এদিক দিয়ে। সে ফুটবলটা উপভোগ করছে, প্রতিপক্ষকে সহজেই পরাস্ত করছে।”

    আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে স্বর্ণ জিতেছেন মেসি। জাতীয় দলের হয়ে সাফল্য বলতে ঐ একটাই। এরপর বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে। ম্যারাডোনা বলছেন, বিশ্বকাপ না জিতলেও তাঁকে সবাই মনে রাখবে, “লিও একাই বিশ্বকাপ জেতাতে পারবে না। যদি সে বিশ্বকাপ নাও যেতে, তাও আমরা তাঁকে আজীবন স্মরণ করব।”