• কনফেডারেশনস কাপ ২০১৭
  • " />

     

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে জার্মানি

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে জার্মানি    

    কনফেডারেশনস কাপে জার্মানির এবারের দলটাকে বলা হচ্ছিল 'দ্বিতীয় দল'। তরুণ সব খেলোয়াড়ের সমণ্বয়ে তৈরি দলটা নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখছে 'বিশ্বচ্যাম্পিয়নদের' মতোই। তুলনামুলক কঠিন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা দিয়েছে জার্মানি। ক্যামেরুনকে আজ ৩-১ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে চিলিকে আটকে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে অস্ট্রেলিয়া। ১-১ গোলে ড্র হয়েছে অপর ম্যাচটি। 

    আজকের পর নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের দলগুলোও। শেষ চারে চিলি মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। আর জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো।

    সোচিতে প্রথমার্ধ ছিল গোলশুন্যই। ক্যামেরুনের জালে অবশ্য বিরতির আগেই বল জড়াতে পারত জার্মানি। সেরা সুযোগটি এসেছিল জশুয়া কিমিচের কাছে। প্রায় ফাঁকায় দাঁড়িয়ে থেকেও কিমিচের হেড চলে যায় বারপোস্টের বাইরে দিয়ে। ক্যামেরুন গোলরক্ষক ফাব্রিস অনোডা দারুণ এক সেভ করে গোলবঞ্চিত করেন জার্মানিকে।

    অন্য প্রান্তের গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানকে অবশ্য প্রথমার্ধে তেমন বেগ পেতে হয়নি। তবে প্রথমার্ধের শেষ দিকে আংগুইসার শট ঠেকিয়ে দিয়ে বিরতির আগ পর্যন্ত স্কোরলাইন গোলশুন্যই রাখেন বার্সা গোলরক্ষক। অবশ্য  বিরতির দুই মিনিটের পরই গোলের দেখা পায় জার্মানরা। জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই গোল করেন স্ট্রাইকার করিম ডেমিরবে। সাজানো আক্রমণ থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান হফেইনহাইম স্ট্রাইকার।



    এরপর ৬৪ মিনিটে মাবুকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ক্যামেরুন। এমরে চানকে ফাউল করার অপরাধে বাঁশি বাজান রেফারি।  লাল কার্ড দেখাতে অবশ্য সহকারী রেফারির সাহায্য নিতে হয়। প্রথমে ভুল করে কার্ড দেখিয়ে বসেছিলেন সিয়ানিকে। সেটা অবশ্য হলুদ কার্ড ছিল। এরপর সহকারি রেফারির সিদ্ধান্তে সঠিক বিচারটাই করেন রেফারি। মাবুকাকে দেখান কার্ড। তবে এবার হলুদের বদলে পকেট থেকে বের হয় লাল।

    এরপর জয়টা একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল জার্মানির। ৬৭ মিনিটে টিমো ভের্নার মাটি ছুঁয়ে আসা বলে শুয়ে হেড করে দুই গোলের লিড এনে দেন। ৮২ মিনিটে আরও একবার গোলের দেখা পান ভের্নার। এর তিন মিনিট আগেই অবশ্য ভিনসেন্ট আবুবকরের হেডে এক গোল শোধ দিয়েছিল ক্যামেরুন।

    অন্যদিকে মস্কোতে একই সময় শুরু হওয়া ম্যাচে ৬৮ মিনিটের রদ্রিগেজের গোলে হার এড়িয়েছে চিলি। ৪২ মিনিটে সবাইকে অবাক করে দিয়ে জেমস টর্সির গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পরের রাউন্ডে যেতে চিলির দরকার ছিল এক পয়েন্ট। আর অস্ট্রেলিয়ার জয়। সেমিফাইনালে উঠতে না পারলেও কোপা আমেরিকা জয়ীদের সাথে ড্র করাও কম গর্বের নয় অস্ট্রেলিয়ানদের জন্য।