• " />

     

    ওয়াকারের টুইটে চটেছেন অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেটাররা

    ওয়াকারের টুইটে চটেছেন অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেটাররা    

    তিনদিন আগে বলেছিলেন, নারীদের বিশ্বকাপ ৫০ ওভার থেকে কমিয়ে ৩০ ওভারের করা উচিত। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনুসের এই মন্তব্য কিন্তু একেবারেই পছন্দ হয়নি অস্ট্রেলিয়ান প্রমীলা ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া মহিলা দলের অলরাউন্ডার জেস জনাসেন বলছেন, ওয়াকারের ওই মন্তব্য ‘আপত্তিকর’।

    নিজের এক টুইটে ওয়াকার বলেছিলেন, মেয়েদের বিশ্বকাপ ৫০ ওভার থেকে কমিয়ে ৩০ ওভারে আনা উচিত । টেনিসে যেমন মেয়েদের ক্ষেত্রে ৫ সেটের জায়গায় ৩ সেট হয়, ক্রিকেটেও এরকম হওয়া দরকার। তবে ওয়াকারের এমন কথায় চটেছেন জনাসেন, “তাঁর মন্তব্য একটু আপত্তিকর। যদি ৩০ ওভারেই নামিয়ে আনতে হয় তাহলে টি-টোয়েন্টি আছে কেনো? মজার ব্যাপার হচ্ছে, তিনি এই টুইট করেছেন শ্রীলংকার বিপক্ষে আমাদের ম্যাচের পর। ওই ম্যাচে ৫০০ রানের বেশি হয়েছে, যা বিশ্বকাপে রেকর্ড! এছাড়া দুটি অসাধারণ ইনিংস আছে দুই দলের ক্রিকেটারের। আমার মনে হয় তাঁর মন্তব্য বিভ্রান্তিকর। কিন্তু এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই।”

    Haha so what you're saying is that 530 runs in a 50 over game isn't entertaining?! With two of the best innings anyone has seen.....

    — Alyssa Healy (@ahealy77) July 1, 2017

    Lesser overs mean faster pace,, more audience,,competitive Cricket,,no discrimination or prejudice toward Women #AlwaysRespectWomen #WWCUP17 https://t.co/LHeSmK1k26

    — waqar younis (@waqyounis99) June 30, 2017

    অস্ট্রেলিয়ান নারী দলের অধিনায়ক অ্যাশলি হিলি অবশ্য সাথে সাথেই ওই টুইটের জবাব দিয়েছিলেন। তিনি ওয়াকারের টুইটের জবাবে লেখেন, “আপনি বলতে চাইছেন ৫০ ওভারের ক্রিকেটে ৫৩০ রান হওয়াটা রোমাঞ্চকর না? যেখানে দুটি অসাধারণ ইনিংসও রয়েছে।” ওয়াকার তখন উত্তরে বলেছিলেন, নারীদের খাটো করার জন্য তিনি ওটা বলেননি, “কম ওভার মানে বেশি রোমাঞ্চকর ক্রিকেট, বেশি দর্শক। আমি ওই টুইটে নারী ক্রিকেটকে কখনোই খাটো করতে চাইনি।”